বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

জ্যামাইকা সুপার সেভেন ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ১৭২ বার

সম্প্রতি অনুষ্ঠিত জ্যামাইকা সুপার সেভেন ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী গত ৬ নভেম্বর, শুক্রবার নিউইর্য়কের কুইন্সের পিটি ডব্লিওর আইটি স্কুল অফিস হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন গোল্ডেন এইজ হোম কেয়ার এর সিইও শাহ নেওয়াজ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির (জেবিএফএস) প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং ড্রিষ্ট্রিক ২৪-এর সিটি কাউন্সিল প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বিপিএল-এর সভাপতি সুমন খান, বিপিএল এর সিনিয়র সহ-সভাপতি তানভীর চৌধুরী (বাবু), ব্রুকলীন স্পোটিং ক্লাবের প্রেসিডেন্ট পরান চৌধুরী এবং ড্রিষ্ট্রিক ২৪ এর সিটি কাউন্সিল প্রার্থী এটর্নী সোমা সাইদ। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে ‘গোল্ডেন এইজ হোম কেয়ার প্রেজেন্ট’ জ্যামাইকা সুপার সেভেন ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০ এর খেলার চ্যাম্পিয়ান দল টীম ব্লাস্টার ক্রিকেট ক্লাবের ওনার ও ক্যাপ্টেন মাহমুদ আলবাবের নিকট ১,০০০ (এক হাজার) ডলার ও রানার্স আপ দল জ্যামাইকা বাংলাদেশ ইয়্যুথ ফোরাম (জেবিওয়াইএফ) ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন ইমন খানের নিকট ৫০০ ডলার প্রাইজমানি হিসেবে তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় এবং সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন জ্যামাইকা বাংলাদেশ ইয়্যুথ ফোরাম ক্রিকেট ক্লাবের খেলোয়াড় মোহাম্মদ গুলজার। সেরা বোলার মনোনীত হন টীম ব্লাস্টার ক্রিকেট ক্লাব-এর ফয়সাল।
অনুষ্ঠানে বিপিএল-এর পরিচালক অমিত চৌধুরী, আসমা খান, মো: জাসেম, পলাশ রয়, মিজানুর চৌধুরী, মোহাম্মদ আবদুল মালেক, সুজন ইসলাম, শরিফ হোসাইন, মানিক ইসলাম, মইনুর রহমান, মোহাম্মদ কবির টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেদী রিজন ও সুমন খান। নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিলো টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা।
টুর্নামেন্টের পাওয়ার্ড স্পন্সর ছিলো এটর্নি র‌্যান্ডি বি. সিগেল, গ্রান্ড স্পন্সর ডি.এইচ হোম কেয়ার। স্পন্সর ছিল- এটিএন্ডটি’র হিমু আমীন, পিটিডব্লিও’র পরিচালক ফারহানা আলম, বিগমো ফয়সাল হোসেন, ক্রিকেটার নাজিম উদ্দিন সাহাদী, গ্লাডিয়েটর ক্রিকেট টীমের স্বত্ত্বাধীকারী মারজান আলম, আল-প্রিন্ট এন্ড কম্পিউটার সেন্টার ও প্লে২৯ ডট কম এর রাশেদুল খান সোহাগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com