শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

উপজেলা, পৌর ও ইউপি নির্বাচন, বিএনপির ১৯ প্রার্থী চূড়ান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ১৮৫ বার

সাত উপজেলা, চার পৌরসভা ও ৮ ইউনিয়ন পরিষদে ১৯ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। শনিবার এ দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। মনোনয়ন পাওয়া নেতাদের অনেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মহাসচিব স্বাক্ষরিত দলীয় প্রত্যয়নপত্র সংগ্রহ করেছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার রাণীনগরে মোসারব হোসেন প্রামাণিক, পাবনার ঈশ্বরদীতে আজমল হোসেন সুজন ও বেড়ায় রইজ উদ্দিন আহমেদকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া খুলনা বিভাগের যশোরের বাঘারপাড়ায় শামছুর রহমান এবং চট্টগ্রাম বিভাগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকার জহিরুল হক মিঠুন ও নোয়াখালীর বেগমগঞ্জে মঞ্জুরুল আজিমকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এছাড়া বগুড়া জেলার শেরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তারকে মনোনয়ন দেয়া হয়েছে।

পৌরসভা নির্বাচনে রংপুর বিভাগে গাইবান্ধার পলাশবাড়ীতে আবুল কালাম আজাদ, ঢাকা বিভাগে মাদারীপুরের রাজৈরে মোহাম্মদ জাকির হোসেন, ফরিদপুরের মধুখালীতে শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, ফরিদপুর সদরে নায়াব ইউসুফ আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে।

অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রংপুর বিভাগের কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা ইউপিতে আবদুর রাজ্জাক ও বন্দবেড় ইউপিতে নূরে আলম, চর শৌলমারী ইউপিতে আবদুস সাত্তার, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলাদলী ইউপিতে মো. আলাউদ্দিন, বরিশাল বিভাগে বরিশালের মেহেন্দিগঞ্জে উত্তর উলানিয়া ইউপিতে ফয়সাল চৌধুরী, মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউপিতে মোশারেফ হোসেন, ঢাকা বিভাগের নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউপিতে নাসিরউদ্দিন মোল্লা, সিলেট বিভাগে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউপিতে আবদুল মোক্তাদির মোক্তারকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলাদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। বাকি সবগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com