সৌদি আরবে দাড়ি কামানো ও ধূমপান নিষিদ্ধ করে রায় দেওয়ায় দুই বিচারককে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা রায়ে ইসলামকে উদ্ধৃত করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত রায় দেওয়ায় দেশটির দুই বিচারককে বরখাস্ত করেছে সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রায়ে তারা উল্লেখ করেছেন, পুরুষের জন্য দাড়ি শেভ করা এবং ধূপান করা নিষেধ।
সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানায়, আদালতের রায় একটি প্রাতিষ্ঠানিক কাজ। এতে ব্যক্তিগত মতামত রাখার কোনো জায়গা নেই। ব্যক্তির ইচ্ছা অনুযায়ী রায়ে এসব উল্লেখ করার সুযোগ নেই বলে মনে করছে দেশটি। বিচারককে বরখাস্ত করার পর তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত জুলাইয়ে ঘুষগ্রহণের অভিযোগে সৌদি আরবে এক বিচারকের চার বছর জেল হয়েছিল। সেইসঙ্গে ১ লাখ ৩০ হাজার রিয়েল জরিমানা গুনতে হয়েছিল। এ ছাড়া একই অভিযোগে একজন মধ্যস্থতাকারীকে পাঁচ মাসের জেল ও ২০ হাজার রিয়েল জরিমানা করা হয়।