আফগানিস্তানের বামিয়ান প্রদেশে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪৫ জন।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি বাময়ার শহরের ইনসাফ মার্কেটে হয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান হতাহতের খবর নিশ্চিত করেছেন। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সংগঠন দায় স্বীকার করেনি।