রেকর্ড ভাঙা-গড়ার অপর নাম বিরাট কোহালি। ক্যানবেরার মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে ২৪ রান করতেই তিনি টপকে গেলেন এক দিনের ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক। আর এই রেকর্ড ছুঁতে তিনি নিলেন মাত্র ২৪২ ইনিংস। তার আগে যে সব কিংবদন্তীরা এই কীর্তি ছুঁয়েছেন তাদের থেকে অনেক কম ইনিংস খেলে কোহলি পৌঁছে গেলেন এই রানে।
১২ হাজার রান করতে বিরাটের আগে সব চেয়ে কম ইনিংস নিয়েছিলেন বিশ্ব ক্রিকেটের আরেক কিংবদন্তী ক্রিকেটার লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। ৩০০ ইনিংস খেলে তিনি পৌঁছে গিয়েছিলেন এই রানে। কিন্তু সেই রেকর্ড বুধবার ভেঙে দিলেন বিরাট। শচীনের চেয়ে ৫৮ ইনিংস কম খেলেই করে ফেললেন ১২ হাজার রান।
ভারতের ২ ব্যাটসম্যান ছাড়াও ১২ হাজার রানের মাইলফলক পার করেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩১৪ ইনিংস), কুমার সঙ্গকারা (৩৩৬ ইনিংস), সনৎ জয়সুরিয়া (৩৭৯ ইনিংস) এবং মাহেলা জয়বর্ধনে (৩৯৯ ইনিংস)। বিশ্বের সেই সব সেরা ব্যাটসম্যানদের টপকে গেলেন বিরাট। এবং তা করলেন অনেক কম ইনিংস খেলে।