যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার পদত্যাগ করতে যাচ্ছেন। আজ মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বড়দিনের আগেই উইলিয়াম বার পদত্যাগ করবেন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রোজেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসর প্রতিবেদনে বলা হয়, ‘মার্কিন নির্বাচনে ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় উইলিয়াম বারের। নির্বাচনে বারবার ভোট জালিয়াতির অভিযোগ করেন ট্রাম্প। তবে ট্রাম্পের সঙ্গে সুর মেলাননি উইলিয়াম বার। স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, নির্বাচনে ট্রাম্প যে অভিযোগ তুলেছিলেন তার কোনো প্রমাণ নেই।’
টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘আগামী ২৩ ডিসেম্বর নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন উইলিয়াম বার। উইলিয়ার বার ছিলেন খুব ভালো একজন মানুষ। তিনি তার কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’
পদত্যাগপত্রে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে কাজ করতে পেরে তিনি নিজেকে সম্মানিত মনে করেন। তিনি প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন।
উইলিয়াম বারকে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তিত্ব বলে মনে করা হয়। কিন্তু ভোট জালিয়াতির অভিযোগের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাকে পদত্যাগ করতে হচ্ছে বলে ধারণা করা যাচ্ছে।
এদিকে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে ইলেক্টোরাল কলেজের ভোটে বিজয়ী হয়েছে জো বাইডেন। বিজয়ী হয়ে জাতির উদ্দেশে ভাষণও দিয়েছেন। তবে সে ব্যাপারে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কোনো মন্তব্য করেননি।