গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে ২৬শে জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে অস্থায়ী বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আজ এ আদেশ দেন।
২০০৭ সালের ২রা সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলার ২৪ আসামির মধ্যে চার জন আসামি মারা গেছেন। বর্তমান আসামির সংখ্যা ২০ জন।