দ্বিতীয় দফায় রোহিঙ্গা নিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে ১৩টি বাস। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে বাসগুলো যাত্রা শুরু করে।
এর আগে প্রথম দফায় ৩রা ডিসেম্বর কক্সবাজারের উখিয়া কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ১১টি বাস ভাসানচরে যায়।
উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে নতুন এ আশ্রয়কেন্দ্রে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের ছোট ছোট বাসে করে কলেজ মাঠে আনা হয়। পরে রোহিঙ্গাদের খাবার দিয়ে গাড়িতে ওঠানো হয়। পুলিশ ও র্যা ব সদস্যদের বেশ কিছু গাড়ি দেখা যায় সেখানে।
রোহিঙ্গা শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ১৩টি বাসে সাড়ে চারশর বেশি রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে। আজ হাজারখানেক রোহিঙ্গা ভাসানচরে যেতে পারে।