নেদারল্যান্ডসে এ বছর প্রায় ১ লাখ ৬২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা দেশটিতে এক বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আজ মঙ্গলবার ডাচ ন্যাশনাল স্ট্যাটিসটিকস অফিস (সিবিএস) এ তথ্য প্রকাশ করে।
সিবিএস জানায়, এক কোটি ৭০ লাখ মানুষের দেশ নেদারল্যান্ডসে এ বছর প্রায় এক লাখ ৬২ হাজার মানুষ মারা গেছে। সাধারণত বছরে যত মানুষের মৃত্যু হয়, এ বছর তার চেয়ে বাড়তি ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ বছর মৃত্যু বেড়ে যাওয়ার কারণ হিসেবে করোনাভাইরাসকে উল্লেখ করেছে সংস্থাটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মৃতের সংখ্যা কখনো এতটা বেড়ে যায়নি বলে জানিয়েছে সিবিএস।
সিবিএস’র প্রতিবেদনে আরও বলা হয়, মার্চের শুরু থেকে মে মাসের শুরু পর্যন্ত করোনাভাইরাস মহামারির প্রথম ঢেউয়ের সময় স্বাভাবিকের চেয়ে প্রায় নয় হাজার মানুষ বেশি মারা গেছে। মধ্য সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মহামারির দ্বিতীয় ঢেউয়ে বাড়তি আরও প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডসে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাত লাখ ৭০ হাজার ৪০০। মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ। তবে প্রকৃত আক্রান্ত এবং প্রকৃত মৃত্যুই উভয়ই তার চেয়ে বেশি বলে সিবিএস এর প্রতিবেদনে ধারণা প্রকাশ করা হয়।
কারণ, রোগ শনাক্তের উপকরণ এবং গবেষণাগারের অভাবে মহামারির প্রথম দিকে শুধুমাত্র গুরুতর অসুস্থ রোগীরাই পরীক্ষার সুযোগ পেয়েছেন।