যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বুধবারের ঘোষিত জনজরুরি অবস্থা ১৫ দিনের জন্য বৃদ্ধি করেছে মেয়র মরুয়েল ব্রাউজার। এর আগে বুধবার কংগ্রেস অধিবেশনের বিরোধিতা করে কয়েক হাজার ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল ভবনে চলমান তাণ্ডব বন্ধ করতে তিনি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে পর দিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করেন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকালের সমাপ্তি ও নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের দিন পর্যন্ত ওই জরুরি অবস্থা বহাল থাকবে।
মেয়র এক বিবৃতিতে বলেন, অনেকেই অস্ত্রসহ এখানে এসেছে সহিংসতা ও ধ্বংসযজ্ঞে অংশ নেয়ার জন্য। তারা অস্ত্রের পাশাপাশি রাসায়নিক দ্রব্য, ইট ও বোতলও নিক্ষেপ করেছে।
তিনি বলেন, বিক্ষোভকারীরা ক্যাপিটলের নিরাপত্তা লঙ্ঘন করে তাণ্ডব চালিয়েছে। ট্রাম্প নির্বাচনকে ভুয়া দাবি করে এখনো বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে। যদিও তিনি তার দাবির পেছনে কোনো প্রমাণ দেখাতে পারেননি।
ইলেক্টরাল কলেজ ভোট গণনা শেষে বাইডেনের জয়ে বিক্ষুব্ধ ট্রাম্প সমর্থকদের ওই বিক্ষোভে চারজন নিহতসহ অনেকে আহত হয়েছেন। এদিকে আগামী ২০ জানুয়ারি বাইডেন শপথ গ্রহণ করবেন।
সূত্র : আনাদোলু এজেন্সি