যুক্তরাষ্ট্রের ইতিহাসে চার বছর মেয়াদে ৩০ হাজার ৫৭৩টি মিথ্যা বলে বিরল নজির সৃষ্টি করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।
প্রতিবেদনে বলা হয়, কোনো বিষয়ে ট্রাম্পের বক্তব্য, টুইট বা সাক্ষাৎকার বিবেচনায় নিয়ে তার বলা মিথ্যা বা বিভ্রান্তিকর কথা শুনে এই সংখ্যা বের করা হয়েছে। এর মধ্যে ট্রাম্প যে মিথ্যাটি সবচেয়ে বেশিবার বলেছেন তা হলো, তার আমলেই মার্কিন অর্থনীতি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল।