করোনা ভাইরাসের প্রথম টিকা নিয়ে ইতিহাসের অংশ হলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তাসহ পাঁচ সম্মুখযোদ্ধা। আজ বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ঘোষণার পর রুনু প্রথম করোনা ভাইরাসের টিকা নেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর ভ্যাকসিন নেন একই হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন। এরপর নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মতিঝিল বিভাগের দিদারুল ইসলাম, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ। টিকা নেয়ার সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলে উৎসাহ দেন।