ভোট কেন্দ্র থেকে নির্বাচনী এজেন্ট বের করে দেয়ার অভিযোগে নির্বাচন বর্জন করেছেন চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার বিএনপির প্রার্থী হাবিবুর রহমান। শনিবার দুপুরে দর্শনা পুরাতন বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
বিএনপি মেয়র প্রার্থী হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, আজ নির্বাচনের দিন সকাল হতে পৌর এলাকার সকল ভোট কেন্দ্রে আমার কোনো পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেয়া হয়নি। যে সেন্টারে পোলিং এজেন্ট গেছে, তাকেই গলাধাক্কা দিয়ে খুন জখমের হুমকি দেখিয়ে সরকারদলীয় লোকজন ভোট কেন্দ্র হতে বের করে দিয়েছে। সরকারদলীয় লোকজন ভোট কেন্দ্রে প্রবেশ করার পর সকল বুথ দখল করে তাদের মনোনীত প্রার্থীর মার্কায় সিল মারছে।
তিনি বলেন, ‘এমতাবস্থায় দর্শনা পৌরসভা নির্বাচনে যেহেতু সাধারণ ভোটারদের উপস্থিতি হতে দিচ্ছে না, সেহেতু সাধারণ জনগণের মতের প্রতিফলন ঘটনোর সম্ভাবনা না থাকায় আমি হাবিবুর রহমান বুলেট দর্শনা পৌরসভা নির্বাচন এখন থেকে বর্জন ঘোষণা করলাম।’
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এজেন্ট বের করে দেয়ার বিষয়ে কেউ অভিযোগ করেনি।