শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী যারা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ১৩৮ বার

পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ৩০টি পৌরসভায় মেয়র পদে ও তিনটি উপজেলা পরিষদ এবং একটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। চূড়ান্ত প্রার্থীদের হাতে আগামীকাল রোববার বেলা ১১টায় চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগ, দুপুর ১২টায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ, দুপুর ২ টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দলীয় প্রত্যায়নপত্র হস্তান্তর করা হবে।

আজ শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান।

প্রার্থীরা হলেন

রংপুর জেলার হারাগাছ পৌরসভার মোনায়েম হোসেন ফারুক, জয়পুরহাট জেলার জয়পুরহাট সদরের শামছুল হক, বগুড়া জেলার বগুড়া সদরে রেজাউল করিম বাদশা, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে মাসউদা অফরোজ হক (সূচি), রাজশাহী জেলার চারঘাটে জাকিরুল ইসলাম, রাজশাহী দূর্গাপূরে জার্জিস হোসেন (সোহেল), ঝিনাইদহ জেলার মহেশপুরে আমিরুল ইসলাম খান, কালীগঞ্জ মহাবুবার রহমান, যশোর জেলার  কেশবপুরে আব্দুস সামাদ বিশ্বাস, যশোর সদরের মারুফুল ইসলাম, ভোলা জেলার ভোলা সদরে হারুন অর রশিদ (টুম্যান), চরফ্যাশনে মোহাম্মদ হুমায়ুন কবির, জামালপুর জেলার দেওয়ানগঞ্জে সাদেক আকতার নেওয়াজী, ইসলামপুরে রেজাউল করিম ঢালী, মাদারগঞ্জে আব্দুল গফুর, জামালপুর সদরে শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ জেলার নান্দাইলের এ এফ এম আজিজুল ইসলাম (পিকুল),      কিশোরগঞ্জ জেলার ভৈরব মো. শাহীন মানিকগঞ্জ জেলার সিংগাইর খোরশেদ আলম ভূইয়া, মাদারীপুর জেলার শিবচরের রফিকুল ইসলাম, মাদারীপুর জেলার মাদারীপুর সদরে জাহান্দার আলী মিয়া, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর  এনামুল হক সেলিম।

এছাড়া চাঁদপুর জেলার মতলবে এনামুল হক বাদল, শাহরাস্তিতে ফারুক হোসেন মিয়াজী, লক্ষীপুর জেলার রায়পুরে এ বি এম জিলানী, চট্টগ্রাম জেলার মীরসরাই নুর মোহাম্মদ, বারইয়ারহাটে দিদারুল আলম মিয়াজী, রাউজানে আবু জাফর চৌধুরী, রাঙ্গুনিয়া হেলাল উদ্দিন শাহ, নীলফামারী জেলার সৈয়দপুর শওকত চৌধুরীকে মেয়রপ্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি।

এছাড়া রাজশাহী জেলার পবা উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী মামুনুর সরকার (জেড), ঝিনাইদাহ  জেলার শৈলকুপা হুমায়ুন বাবর, ফরিদপুর মধুখালী গোলাম মনসুর (নান্নু) এবং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলমকে প্রার্থী করেছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com