রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে তুষারধসে ৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৮৯ বার

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ইউটা অঙ্গরাজ্যের এক গিরিখাতে তুষারধসে চার স্কিয়ারের মৃত্যু এবং অপর চারজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ এবং গণসাধ্যম শুক্রবার এ কথা জানিয়েছে।

আঞ্চলিক এভালেন্সের নথি সংরক্ষণকারী ইউটা এভালেন্স সেন্টার জানায়, ১৯৯২ সালের পরে এটি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

সেন্টার এক টুইটে জানায়, ‘উইলসন পিকের কাছে মিল ক্রিক গিরিখাতে আজ তুষার ধসে ৪ জনের মৃত্যুতে মর্মাহত।’

স্থানীয় টিভি স্টেশন কেএসটিইউ রিপোর্টে জানিয়েছে, পুলিশ স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে (১৮৪০ জিএমটি) প্রথম অস্পস্ট একটি কল পেয়েছিল।

স্টেশন জানায়, অপর চারজন স্কিয়ার তুষারধসে আটকা পড়েছিল. তবে বের হয়ে আসে এবং তাদের উদ্ধার করা হয়েছে।

ইউটা গভর্নর স্পেন্সার কক্স এক টুইটে বলেন, ‘এটি একটি ভয়ঙ্কর ট্রাজিডি, এই ঘটনায় নিহতদের জন্য প্রার্থনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

দুর্ঘটনার আগে শনিবার সতর্ক করা হয়েছিল যে, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইউটা পর্বতমালা গুরুতর বিপদসংকুল। এক টুইটে বিপজ্জনক তুষারপাতের পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com