বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

আওয়ামী লীগের টপ-টু-বটম মুখস্ত মিথ্যা কথা বলে : রিজভী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩২ বার

আওয়ামী লীগ টপ-টু-বটম মুখস্ত মিথ্যা কথা বলে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দুই দিন আগে পরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, “বাংলাদেশ হাঙ্গেরীকে ৫ হাজার ভ্যাক্সিন দেবে।” অথচ আমরা যেটি জানতে পারলাম হাঙ্গেরীর সঙ্গে এ বিষয়ে কোনো কথাই বলা হয়নি। কারণ হাঙ্গেরি নিজেই একটি উন্নত দেশ, তাদের বাংলাদেশ থেকে টিকা নেওয়ার কথা না। সেটা তাদের গণমাধ্যমেই প্রচার হয়েছে সেখানে বলা হয়েছে, তারা বাংলাদেশ থেকে টিকা নেবে না।’

আজ রোববার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে সম্প্রতি নড়াইলে একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় রিজভী এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের টপ-টু-বটম মুখস্ত মিথ্যা কথা বলে, এমন মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘শাহরিয়ার আলম-ও সেই মুখস্ত মিথ্যা কথাই বললেন। যারা জনগণের কাছে জবাবদিহীতা করে না, তাদের কোনো নীতি-নৈতিকতা নেই। তারা মিথ্যা কথা বলাকে জায়েজ মনে করে। শুধুমাত্র দেশের লোককে তারা বিভ্রান্ত করছে না, গোটা বিশ্ববাসীকে তারা বিভ্রান্ত করছে এবং এটা করতে গিয়ে তারা গোটা দেশের ইমেজকে বিনষ্ট করছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

রিজভী আরও বলেন, ‘দেশে এখন করোনা টিকা দেওয়া হচ্ছে, আমরা আগে থেকেই বলছি ভারত থেকে যে করোনার টিকা নিয়ে আসা হয়েছে এটার বিষয়ে আরও বেশি গবেষণা করে এটার নির্ভুল এবং এটা যে মানবদেহের জন্য কার্যকর হবে, এই বিষয়টা আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরা উচিত ছিল। কিন্তু সরকার সেটা না করে একতরফাভাবে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। ফলে মানুষের মধ্যে যে সন্দেহ সেই সন্দেহটা থেকেই গেছে। এই টিকা নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই। টিকা নেওয়ার জন্য ১৮ কোটি মানুষের দেশে মাত্র ২ লাখ মানুষ রেজিস্ট্রেশন করেছে এতেই বোঝা যায় যে, মানুষের কোনো আগ্রহ নেই এটা নেওয়ার জন্য।’

রাজধানীর পল্টন মোড় থেকে বিজয় নগর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক আবুল বাশার, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহিদুর রহমান যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন, সোহেল আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা মোরশেদ আলম, ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com