স্বস্তির জয়ে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনাকে টপকে দুই নম্বরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠে রিয়াল ২-০ গোলে হারিয়েছে গেতাফেকে। প্রথমার্ধ ছিল গোলশূন্য। বেনজেমার গোলে এগিয়ে যাওয়া রিয়ালের জয় সুনিশ্চিত করেন ফারল্যান্ড মেন্ডি।
ইনজুরির কারণে রিয়ালের সাম্প্রতিক সময়টা খুবই বাজে যাচ্ছে। সার্জিও রামোস, ইডেন হ্যাজার্ড, ভালভেরদেসহ আটজন চোটাক্রান্ত। হলুদ কার্ডের খাড়ায় নিষিদ্ধ টনি ক্রুস। নিয়মিতদের মধ্যে মাত্র ১২ জন সুস্থ খেলোয়াড়কে নিয়ে দল সাজান জিদান। তাতে একাদশে হয় বেশ কিছু ওলট-পালট; একসাথে মাঠে নামেন দুই লেফট-ব্যাক মার্সেলো ও মেন্ডি।
ঘরের মাঠে বল দখলে অবশ্য শুরু থেকেই আধিপত্য করে রিয়াল। তবে আক্রমণে ছিল না তেমন ধার। ফলে গোলের দেখা মিলছিল না। এর মধ্যে ছিল হালকা বৃষ্টি। দ্বিতীয়ার্ধে তা রূপ নেয় মুষলধারে।
৬০ মিনিটে গোলের অপেক্ষা ফুরোয় রিয়ালের। ভিনিসিউস জুনিয়রের দারুণ ক্রসে হেডে গোল করেন বেনজেমা। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেন্ডি। মার্সেলোর বাড়ানো ক্রসে তার জাস্ট ফিনিশিং। চলমান লিগে মার্সেলোর এটি প্রথম অ্যাসিস্ট, মেন্ডির প্রথম গোল।
শেষ অবধি ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। নতুন বছরে লিগে এই প্রথম টানা দুটি ম্যাচে জিতল রিয়াল। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার পয়েন্ট ২১ ম্যাচে ৪৩, অবস্থান তৃতীয়। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।