দুরন্ত ছন্দে ম্যানচেস্টার সিটি। দারুণ পথচলায় ইংলিশ ক্লাবটি রয়েছে টানা জয়ের ধারায়। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে জার্মানির বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়েছে দলটি।
২-০ গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখলো পেপ গার্দিওলার বাহিনী। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১৯ ম্যাচ জিতল ম্যানচেস্টার সিটি।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচটি হওয়ার কথা ছিল মূলত মনশেনগ্লাডবাখের মাঠে। কিন্তু নতুন করে করোনাভাইরাসের প্রার্দুভাবে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে জার্মানি নিষেধাজ্ঞা জারি করায় ম্যাচটি বুদাপেস্টে সরিয়ে নেয়া হয়।
২৯ মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। জোয়াও কানসেলোর দারুণ ক্রসে হেডে গোল করেন বার্নান্ডো সিলভা। চ্যাম্পিয়ন্স লিগে ১৩ ম্যাচ পর জালের দেখা পেলেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
৪৩ বছর পর ইউরোপ সেরার প্রতিযোগিতার নকআউট পর্বে খেলা মনশেনগ্লাডবাখ প্রথমার্ধে গোলের উদ্দেশে কোনো শটই নিতে পারেনি। ঘর সামলাতে ব্যতিব্যস্ত বুন্দেসলিগার দলটির সব খেলোয়াড় অধিকাংশ সময়ই ছিল নিজেদের সীমানায়।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল বরুশিয়া। সতীর্থের ক্রসে ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ড আলেসান প্লার ব্যাকহিল ফ্লিকে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায় বল।
এর তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ম্যানসিটি। কানসেলোর ক্রসে সিলভার হেড, লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। স্কোর বেড়ে ২-০। শেষ অবধি দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।
আগামী ১৬ মার্চ ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হবে ফিরতি লেগ। যেখানে চলতি মৌসুমে অদম্য সিটি। বড় জয় পেতে সেখানে মুখিয়ে থাকবে গার্দিওলার শিষ্যরা।