চলতি বছরের শেষেই আমেরিকায় শিশুদের টিকাকরণের কাজ শুরু হয়ে যাবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ওয়াশিংটন পোস্ট সূত্রে খবর, আমেরিকায় ইতিমধ্যেই জোরকদমে চলছে টিকাকরণের কাজ। স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি প্রশাসনের কর্তাদের টিকাকরণের কাজ প্রায় শেষের দিকে। এবার তাদের প্রবীণদের টিকাকরণের কাজ চলছে। স্কুল-কলেজ পড়ুয়াদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে মরিয়া বাইডেন প্রশাসন। তাদের দেশের লক্ষ লক্ষ শিশুরা এখনও ঘরে থেকেই প্রয়োজনীয় কাজ করছেন। স্কুল-কলেজের সঙ্গে তারা অনলাইনে তাদের পাঠ চালাচ্ছেন।
তাদের অভিভাবকরা যথেষ্ট নিরাপত্তা বজায় রেখে তাদের খেয়াল রাখছেন। তবে এবার স্কুল পড়ুয়াদের দ্রুত টিকা দিয়ে স্কুলগুলিকে চালু করার পথে বাইডেন সরকার। প্রতিটি স্কুলের শিক্ষকদেরও টিকাকরণের কাজ শুরু করতে চায় তারা। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও যাতে সুরক্ষিত থাকে সেদিকেও নজর রাখছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তিনটি টিকা নিয়ে কাজ করছে তারা। ফলে দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত টিকা ছড়িয়ে দিতে তাদের বেশি সময় লাগবে না। সাংবাদিক সম্মেলন করে হোয়াইট হাউজ জানিয়েছে, তারা ১৪ থেকে ১৮ বছরের ছেলেমেয়েদের প্রথম টিকাকরণ করবে। এরপর একেবারে খুদেদের টিকাকরণ করা হবে। তবে এই সমস্ত প্রক্রিয়া শুরু হবে চলতি বছরের শেষে। বিষয়টি নিয়ে বাইডেন প্রশাসনকে কটাক্ষ করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দেশের সমস্ত শিক্ষার্থীদের দ্রুত স্কুলে ফেরানোই এখন বাইডেন সরকারের প্রধান চ্যালেঞ্জ। আর এটা তারা কিভাবে করে তা দেখার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। রাজনীতির রং যেকথাই বলুক না কেন, আমেরিকার স্কুল পড়ুয়ারা যে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে সেকথা বলাই বাহুল্য।