উগ্রবাদী হামলার হুমকির শঙ্কায় মার্কিন কংগ্রেসের অধিবেশন এক দিনের জন্য স্থগিত করা হয়েছে। ৪ঠা মার্চ ক্যাপিটল হিলে ফের হামলা হতে পারে এমন তথ্য গোয়েন্দাদের কাছে আসার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক সিদ্ধান্তে কংগ্রেসের অধিবেশন স্থগিত করা হয়।
এদিকে সহিংসতা এড়াতে ওয়াশিংটন ডিসিতে এরই মধ্যে সতকর্তামূলক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জোরদার করা হয়েছে ন্যাশনাল গার্ড ও পুলিশের নিরাপত্তা টহল।
কংগ্রেসে চলমান অধিবেশনে ৪ঠা মার্চ প্রতিনিধি পরিষদে পুলিশ সংস্কার আইন নিয়ে বিতর্ক হওয়ার কথা ছিল। আর সিনেটে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রণোদনা প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।