বৃটেনে লকডাউন চলমান থাকার পাশাপাশি করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ চলছে দ্রুতগতিতে। ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে দেশটি। গত এক বছরে করোনা ভাইরাসে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মানুষ এখানেই মারা গেছেন। যার ফলে বিশ্বের প্রথম দেশ হিসেবে সরকার সবার আগে ভ্যাকসিন অনুমোদন ও প্রয়োগ শুরু করে। এ পর্যন্ত দেশটিতে ২২ মিলিয়নের ওপরে মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এমন পরিস্থিতিতে দেশটিতে কমে গেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। জাতীয় পরিসংখ্যান অফিসের প্রধান একে লকডাউনের সাফল্য হিসাবে অবহিত করেছেন। পরিস্থিতির উন্নতি হওয়ায় চার ধাপে লকডাউন প্রত্যাহারের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।
এদিকে, সারাদেশে টিকাদান গতি লক্ষ করা গেলেও দেশটির ৩১৪টি স্থানীয় সরকারের মধ্যে লন্ডন শহরের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ভ্যাকসিন গ্রহণের গতি সর্বনি¤œ।