ইয়াং গ্লোবাল লিডারসের দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতার তালিকায় স্থান পেলেন দেশের জনপ্রিয় ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। প্রতিবছর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করেন যারা বৈশ্বিক প্রেক্ষাপটে অবদান রাখবেন।
সম্প্রতি এ সংস্থাটি অঞ্চলভিত্তিক এ তালিকা প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মোট ১১২ জন তরুণ নেতা তালিকায় আছেন, এর মধ্যে দক্ষিণ এশিয়ায় সপ্তম স্থানে আছে মাশরাফির নাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি অংশ ইয়াং গ্লোবাল লিডারস কমিউনিটি। প্রতিবছর তারা বৈশ্বিকভাবে তরুণ নেতাদের একটি তালিকা প্রকাশ করে থাকে। ২০২১ সালের তালিকাটি প্রকাশিত হয়েছে সম্প্রতি।
তালিকায় উল্লিখিত মাশরাফির সংক্ষিপ্ত পরিচয়ে ক্রিকেটের পাশাপাশি তার সমাজসেবার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ক্রিকেটের সঙ্গে সঙ্গে মানুষের জন্যও কাজ করছেন মাশরাফি। নড়াইলের অগণিত মানুষকে দারিদ্র্যতার ফাঁদ থেকে মুক্ত করেছে তার প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।