বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন

মামলা করায় কিশোরকে ধন্যবাদ জানালেন ফখরুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ১২৩ বার

সাহস করে মামলা করার জন্য কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কিশোরকে ধন্যবাদ জানান তিনি।

মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে কটুক্তি, বীর মুক্তিযোদ্ধার খেতাব বাতিল, লেখক মুশতাক আহমেদের মৃত্যু, সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, এই আইনে গ্রেপ্তারকৃত সকল মানুষকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে সাবাস দিতে চাই, কারণ তিনি সাহস করে মামলা করেছেন। এই সাহস নিয়ে সবাইকে বেরিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন, ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে।’

ফখরুল বলেন, ‘এই নির্বাচন কমিশন সমস্ত নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদেরকে অবলম্বে পদত্যাগ করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং নিরপেক্ষ সরকার ও ইসির অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সংসদ ও সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। এই হোক আজকে আমাদের শপথ।’

আপনারা এতো ভয় পান কেনো?- সরকারের কাছে এই প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা অনুমতি দেওয়ার পরও সব কিছু বন্ধ করে দিয়ে আমাদের নেতা কর্মীদের আসতে দেন না। কারণ আপনারা জানেন, জনগণ যদি জেগে উঠে তাহলে আপনাদের বেআইনি ক্ষমতা রাখা সম্ভব হবে না।’

বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার নয় মন্তব্য করে ফখরুল বলেন, ‘এই সরকার জনগণের সরকার নয়। তারা জোর করে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে আজকে বেআইনিভাবে ভোটের আগের রাতে ভোট কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে আছে। এই দখলদার সরকার শুধু মাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে। যা দিয়ে অন্যায় ও অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে পারে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com