ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান করার মাইলফলক স্পর্শ করলেন তিনি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে এ মাইলফলক স্পর্শ করেন কোহলি। ইংল্যান্ডের ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয় পায় ভারত।
এদিন অভিষিক্ত কিষাণকে নিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দেন কোহলি। দুজনে ৫৪ বলে ৯৪ রানের জুটি গড়েন। তবে শেষ পর্যন্ত কোহলিকে আউট করতে পারেনি ইংলিশরা। ৫ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে অপরাজিত ৭৩ রানে জয় তুলেই মাঠ ছাড়েন অধিনায়ক।
আর ৭৩ রান করার সুবাদে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। ৮৭ ম্যাচে ৮১ ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৯৪ রানের ইনিংস নিয়ে মাইলফলকে এলেন ভারত অধিনায়ক।
এছাড়া আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রানের দিক থেকে দুইয়ে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ২ হাজার ৮৩৯ রান তার। ২ হাজার ৭৭৩ রান নিয়ে তিনে রয়েছেন কোহলির সতীর্থ রোহিত শর্মা ।