ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও পাত্তা পেল না শ্রীলঙ্কা। নর্থ সাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের পাঁচ উইকেটে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে ট্রফি জিতল ক্যারিবীয়রা। অন্যদিকে লঙ্কানদের পেতে হলো হোয়াইটওয়াশের স্বাদ।
রোববার আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭৪ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন ডি সিলভা। ৬০ বলের ইনিংসে সাতটি চার ও তিন ছক্কা হাকান তিনি। ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন আসেন বান্দারা। এছাড়া ওপেনার গুনাথিলাকা ৩৬, অধিনায়ক করুনারত্নে ৩১, নিশাঙ্কা ২৪, শানাকা ২২ রান করেন।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন উইকেট নেন আকিল হোসেন। জোসেফ ও জেসন নেন একটি করে উইকেট।
লক্ষ্যে ব্যাট করতে নেমে ড্যারেন ব্রাভোর সেঞ্চুরিতে ৯ বল হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ১৩২ বলে ১০২ রানের দারুণ ইনিংস খেলেন ব্রাভো। তিনি হাঁকান ছয়টি চার ও চারটি ছক্কা। ওয়ানডে ক্যারিয়ারে ব্রাভোর এটি পঞ্চম সেঞ্চুরি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ফিফটির দেখা পেয়েছেন দুজন। ওপেনার সেই হোপ করেন ৬৪। ৪২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন মারমুখি কাইরন পোলার্ড। জেসন হোল্ডার করেন অপরাজিত ১৪ রান। ম্যাচ সেরার পুরস্কার পান সেঞ্চুরিয়ান ব্রাভো।