২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে চেষ্টা করেছিলেন- এর জন্য তাকে (পুতিন) মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেন। বুধবার সাক্ষাৎকারটি প্রচার করা হয়। কবে নাগাদ ওই পরিণতি দেখা যাবে এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, অল্প সময়ের মধ্যেই আপনারা সেটা দেখতে পাবেন। এর আগে মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংস্থা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, পুতিনের নির্দেশেই মস্কো প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল। এ ছাড়া ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রুশ প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।