জাপানের হোনশু দ্বীপের পূর্ব উপকূলে আজ শনিবার ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান টাইমস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূমি থেকে ৬০ কিলোমিটার এবং এর মাত্রা ছিল ৭.২।
জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএউচকে স্থানীয় অধিবাসীদের সতর্ক করে দিয়ে জানিয়েছে, মিয়াগি অঞ্চলে এক মিটার উঁচু পর্যন্ত সুনামি হতে পারে।
উল্লেখ্য, ১০ বছর আগে ২০১১ সালের ১১ মার্চ বিধ্বংসী ভূমিকম্পে তছনছ হয়েছিল জাপান। সে বার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৯। গতমাসেই ভূমিকম্পে কেঁপেছিল জাপান। ওই ঘটনায় বেশ কয়েকজন জখম হন।