প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ শনিবার দেশটির প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সহযোগী ডা. ফয়সাল সুলতান এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. ফয়নসাল সুলতানের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, বর্তমানে ইমরান খান আইসোলেশনে আছেন।
প্রতিবেদনে বলা হয়, করোনায় আক্রান্ত হওয়ার দুইদিন আগে তিনি টিকা গ্রহণ করেছিলেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, গতকাল শুক্রবার ইমরান খান খাইবার পাখতুনখাওয়া সফর করেছিলেন। ওই সময় তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন।