যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে স্থান পেতে যাচ্ছেন রূপান্তরিত নারী রাচেল লেভিন। মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ে বাইডেনের সহযোগী হিসেবে তার নিয়োগ প্রায় চূড়ান্ত। এর আগে পেনসিলভানিয়ায় স্বাস্থ্য দপ্তরে কাজ করেছেন তিনি। এর পর গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর দেশটির ফেডারেল সরকারের আওতায় তাকে নিয়োগের ইচ্ছা প্রকাশ করেন বাইডেন। মার্কিন সরকারের শীর্ষ পর্যায়ে এলজিবিটিকিউ সম্প্রদায়ের মধ্যে এটিই প্রথম নিয়োগের ঘটনা। এটিকে ঐতিহাসিক ঘটনা বলে বর্ণনা করেছে সিনেট। রাচেল লেভিনকে নিয়োগ দেওয়ার বিষয়ে সিনেটের ভোটাভুটিতে তার পক্ষে ভোট দিয়েছেন ৫২ জন এবং বিপক্ষে ভোট পড়েছে ৪৮টি। ষ সিএনএন