বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:২০ অপরাহ্ন

ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ৪

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ১৬৩ বার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ শহরে গুলি করে হত্যা করা হয়েছে কমপক্ষে চারজনকে। এতে আহত হয়েছেন দু’জন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরো বলা হয়, লস অ্যানজেলেস সিটি নিউজ সার্ভিস (সিএনএস) এবং টেলিভিশন স্টেশন কেএনবিসি-টিভি হতাহতের রিপোর্ট করেছে। এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে অরেঞ্জ পুলিশ ডিপার্টমেন্ট। তাতে বলা হয়েছে স্থানীয় সময় বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। তারা এ সময় ঘটনাস্থলে বেশ কয়েকজন হতাহতকে দেখতে পান।  এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে সাধারণ জনগণের জন্য আর কোনো হুমকি নেই। কেএনবিসি-টিভি রিপোর্টে বলেছে, লস অ্যানজেলেস থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পূর্বে অরেঞ্জ শহরে একটি ব্যবসায়িক কমপ্লেক্সে আকস্মিকভাবে গোলাগুলি শুরু হয়। এই টেলিভিশন থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। বিভিন্ন নিউজ আউটলেট বলছে, আহতদের মধ্যে হামলাকারীও রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com