বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের পক্ষে সৌদি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২০০ বার

ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের পক্ষে মত দিয়ে দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। তার মতে সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হলে এ অঞ্চলের অনেক উপকার হবে। তবে এ রকম একটি সম্ভাব্য চুক্তি শান্তি প্রক্রিয়ার অগ্রগতির ওপর অনেকাংশে নির্ভর করছে বলে জানান তিনি। খবর সিএনএন

বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ‘ইসরায়েলের সঙ্গে এ অঞ্চলের সম্পর্ক স্বাভাবিক হলে তা সামগ্রিকভাবে এ অঞ্চলের ব্যাপক উপকার করবে।’ তিনি বলেন, ‘এটি অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তার দিক থেকে অত্যন্ত উপকারী হবে।’ তবে তিনি এও বলেন, ‘এটি কেবলমাত্র সম্ভব যদি ১৯৬৭-এর সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনিদের রাষ্ট্র দেওয়া হয়।’ এর আগেও সৌদি আরব এ ধরনের মন্তব্য করেছে।

তবে সবসময় দেশটি ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা করার কথা বলেছে। এর আগে আরব দেশগুলোর মধ্যে আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনীতিক যোগাযোগ স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com