ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ দফা বিধান সভা নির্বাচনে ভোট ক্রেন্দ্রের বাইরে কোচবিহারে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে।
আজ শনিবার পশ্চিমবঙ্গের মাথাভাঙার জোড় পাটকিতে ভোট কেন্দ্রে সংঘর্ষের সময় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স গুলি চালিয়েছে।
এর আগে সকালে শীতলকুচিতেই ভোট কেন্দ্রের কাছেই প্রথমবার ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
মৃত যুবক আনন্দ বর্মন তাদের কর্মী ছিলেন বলে দাবি বিজেপির। অন্যদিকে আনন্দকে তৃণমূলের কর্মী বলে দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ।