প্রাণঘাতী করোনাভোইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু ও শনাক্তের অতীতের সব রেকর্ড ভেঙেছে। দেশটিতে একদিনে নতুন করে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪ হাজার ৭৩২ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজারেরও বেশি মানুষ। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইম থেকে এ খবর জানা গেছে।
এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয় ৩ হাজার ২৯৩ জন করোনা রোগীর। সেটি ছিল ভারতে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আজ আবারও সেই রেকর্ড ভাঙল। সেদিন নতুন করে সংক্রমণ শনাক্ত হয় রেকর্ড ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জনের শরীরে। আজ সেই রেকর্ডও ভেঙে গেল।
করোনায় বিপর্যস্ত ভারতের জন্য সিঙ্গাপুরের পাঠানো মেডিকেল সহায়তা পৌঁছেছে। পাশাপাশি ভাইরাসটি মোকাবিলায় ভারতে সহায়তা পাঠাচ্ছে রাশিয়া। এজন্য এক ফোনালাপে পাশে দাঁড়ানোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদও জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।