করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গত এপ্রিল থেকেই ভারতে হু হু করে দেশজুড়ে ছড়িয়েছে সংক্রমণ। সেই সাথে অক্সিজেনের ঘাটতি, হাসপাতালে বেডের অভাবের মতো কারণেও বেড়েছে উদ্বেগ। উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্যে নদী দিয়ে ভেসে যাওয়া লাশের সারি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। এবার আমেরিকা ও ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল ভারতে।
যদিও এই মুহূর্তে ভারতের করোনা গ্রাফ কিছুটা আশাপ্রদ। দৈনিক মৃত্যুহার কমেছে। বেড়েছে সুস্থতার হার। তবুও দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছিল আগেই। এবার সেই গণ্ডি পেরিয়ে গিয়ে আমেরিকা ও ব্রাজিলের পরে দুঃখজনক এক নজির তৈরি করল ভারত।
রোববার রাত ৮টা পর্যন্ত প্রাপ্ত হিসেবে বলছে, এখনো পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ২ হাজার ৭৪৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৭ লাখের কিছু বেশি। সুস্থ হয়ে গিয়েছেন ২ কোটি ৩৬ লাখের সামান্য বেশি।
মনে করা হচ্ছে, কড়া বিধিনিষেধ, এলাকাভিত্তিক লকডাউন, সাধারণ মানুষের সচেতনতা এবং টিকাকরণ ও টেস্টিংয়ের সংখ্যা বৃদ্ধির মতো সার্বিক প্রচেষ্টার সুফল ফলেছে বলেই সংক্রমণের ঊর্ধ্বগতিতে রাশ টানা গিয়েছে। কিন্তু গত কয়েক সপ্তাহের ভয়াবহ পরিস্থিতির ধাক্কা এখনো মোট আক্রান্তের সংখ্যা কিংবা মৃতের সংখ্যার পরিসংখ্যানকে ভীতিপ্রদ করে রেখেছে।
উল্লেখ্য, এর আগে একমাত্র আমেরিকা ও ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে আমেরিকা অনেকটা সামলে নিয়েছে পরিস্থিতি। সেদেশে বিরাট সংখ্যক মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে। দৈনিক সংক্রমিতের সংখ্যা বা মৃতের পরিসংখ্যানে অনেকটা রাশ টানা সম্ভব হয়েছে। যে কারণে মাস্ক পরাকেও আর বাধ্যতামূলক করতে চাইছে না বিডেন প্রশাসন। তবু এখনো করোনায় মোট মৃতের নিরিখে এক নম্বরে তারাই। এপর্যন্ত দেশটিতে ৫ লাখ ৮৯ হাজার ৭০৩ জনের মৃত্যু হয়েছে মারণ ভাইরাসের প্রকোপে।
এদিকে ব্রাজিলের পরিস্থিতি এখনো ভীতিপ্রদ। করোনায় মোট মৃত্যুর নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে এখনো পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ২০৮ জন।
সূত্র : সংবাদ প্রতিদিন