শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

মসজিদুল আকসার অবমাননা ‘সহ্যই করবে না’ ইসলামি জিহাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ১৩৫ বার

জনগণের ন্যায়সঙ্গত অধিকার ধ্বংস করায় যেকোনো মার্কিন ও ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনি সংগঠন ইসলামি জিহাদ। একই সঙ্গে মসজিদুল আকসার অবমাননা ‘সহ্যই করা হবে না’ বলে হুমকি দিয়েছে সংগঠনটি।

ইসলামি জিহাদ আন্দোলনের মুখপাত্র তারিক সালামি এ হুঁশিয়ারি-হুমকি দেন। গতকাল মঙ্গলবার গাজায় অবস্থানরত অবস্থায় তিনি বলেন, ‘ইসরায়েল যদি বায়তুল মুকাদ্দাস ও আল-আকসা মসজিদের বিরুদ্ধে আবার আগ্রাসন চালায় তাহলে গাজার প্রতিরোধ যোদ্ধারা আবার তার জবাব দেবে।’

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডে আজ বুধবার তাদের এক প্রদিবেদনে এ খবর প্রকাশ করে। প্রতিবেদনে তারিক সালামির আরও কিছু বক্তব্য তুলে ধরা হয়। এতে বলা হয়েছে; সালামি বলেছেন, ‘প্রতিরোধ যোদ্ধারা কুদস ও মসজিদুল আকসা রক্ষায় এগিয়ে এসে প্রমাণ করেছে, আল-আকসা মসজিদ তাদের রেডলাইন এবং এই মসজিদের অবমাননা সহ্যই করা হবে না।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ইসরায়েল সফরকে উদ্দেশ করে ইসলামি জিহাদের মুখপাত্র বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নতুন কোনো সড়যন্ত্র করতেই তিনি এ সফর করছেন। গাজার প্রতিরোধগুলো তাদের চিন্তায় ফেলে দিয়েছে বিধায় মার্কিন মন্ত্রী তেল আবিবে ছুটে আসতে বাধ্য হয়েছেন। ইহুদিবাদী শত্রু এখন তার সমস্যা যুক্তরাষ্ট্রের দিকে সরিয়ে নিচ্ছে।

গত ২১ মে ফিলিস্তিনের জায়গা দখল করে গড়ে ওঠার রাষ্ট্র ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতী হয়। ১২ দিনব্যাপী ওই যদ্ধের কারণ ছিল আল-আকসা মসজিদের ওপর ইসরায়েলি সেনাদের আগ্রাসনের জবাব দেওয়া। গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরাইল অভিমুখে রকেটবর্ষণ শুরু করলে যুদ্ধ শুরু হয়। তবে, যুদ্ধ বিরতীর পর ফের ফিলিস্তিনিদের উসকে দিতে শুরু করে ইসরায়েল। ইহুদি সেনারা সেনারা আবার আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর হামলা শুরু করে এর জবাবে ফিলিস্তিনি যোদ্ধারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন তারা ইসরাইলকে মসজিদুল আকসার অবমাননা বন্ধ করতে বাধ্য করতে না পারলে প্রতিরোধ যোদ্ধারা আবার প্রতিক্রিয়া দেখাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com