করোনাভাইরাসে আক্রান্ত শ্বশুরকে পিঠে করে হাসপাতালে নিয়ে গেলেন পুত্রবধূ। ভারতের আসাম রাজ্যে এমন দৃশ্যে দেখা মিলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এর প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির নাম থুলেশ্বর দাস (৭৫)। তার ছেলে সূরজ কাজের কারণে বাইরে থাকেন৷ মেয়ের অনুপস্থিতিতে ছেলের বউ নীহারিকাই শ্বশুরের দেখাশোনা করেন ৷
থুলেশ্বর দাস করোনা আক্রান্ত হওয়ার পরে চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন হাসপাতালে ভর্তি করার। বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব রয়েছে কিছুটা ৷ করোনা আক্রান্ত শ্বশুরকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় কারোর সাহায্য না পেয়ে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন৷ এরপর নীহারিকা নিজের পিঠে শ্বশুরকে বসিয়ে হাসপাতালে নিয়ে যান৷
স্থানীয় স্বাস্থ্য আধিকারিক থুলেশ্বরকে জেলার কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা বাড়িতে থেকেই তাকে চিকিৎসা করার পরামর্শ দেন৷ শ্বশুরের দেখাশোনা করার সঙ্কল্পে দৃঢ় ছিলেন নীহারিকা ৷
এর ফলে নীহারিকাও করোনা আক্রান্ত হয়েছেন৷ ওই গৃহবধূকে নগাঁও ভোগেশ্বরী ফুকনানী সিভিল হাসপাতালের করোনা বিভাগে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷