রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের সময় তাকে দেখে মায়ের কথা মনে পড়ে আবেগে আপ্লুত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ বছর জি৭ সম্মেলনের আয়োজক যুক্তরাজ্য। এই সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য সফরে গিয়েছেন জো বাইডেন।
গত রোববার সম্মেলনের শেষদিনে ৯৫ বছর বয়সী ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে দেখা করেন বাইডেন। এসময় বাইডেনের কাছ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খোঁজ নিলেন রানী।
সাক্ষাতের পর লন্ডন ছাড়ার আগে বাইডেন বলেন, ‘রাণীর উদার মন। ঠিক যেন মায়ের মতো। আমার মায়ের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। উনার সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। আমার থেকে পুতিন ও জিনপিংয়ের খোঁজও নিয়েছেন তিনি। আরও একটু থাকতে পারলে ভালো লাগত। উনিই খুবই ভালো মনের মানুষ।’
উজ্জ্বল গোলাপী ফ্লোরাল পোশাকে সেজে বাইডেন ও তার স্ত্রীকে বাকিংহাম প্রাসাদে স্বাগত জানান রানী এলিজাবেথ। এদিন চা চক্রে যোগ দেওয়ার আগে প্রাসাদে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বাজানো হয়। বাইডেনসহ মোট ১৩ জন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রানী দ্বিতীয় এলিজাবেথ।গত এপ্রিলে স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর এই প্রথম বড় কোনো বৈঠকে অংশ নিলেন রানী এলিজাবেথ।