মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বৃষ্টির কারণে টস বিলম্ব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১৫৭ বার

প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ইংল্যান্ডের সাউদাম্পটন ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এখনো শুরু করা যায়নি। দু’দলের মধ্যকার টসও অনুষ্ঠিত হয়নি। দিনভর থেমে থেমে বৃষ্টি নামছে।

সাউদাম্পটনের আবহাওয়া বলছে টানা দু’দিন এমন আভাস থাকতে পারে। তবে তৃতীয় ও চতুর্থ দিনে রৌদ্দজ্জল থাকবে সাউদাম্পটনের আকাশ। পঞ্চম ডে’তে আবহওয়া আবার খারাপ হতে পারে। যদিও আইসিসি একদিন বাড়তি সময় রেখেছে পঞ্চম দিনেও ফল না আসলে ষষ্ঠ দিনে ওভার বাকি থাকলে যেন খেলা যায়।

ছয় ব্যাটসম্যান ও পাঁচ বোলার নিয়ে দল সাজিয়েছে ভারত। পেস বান্ধব উইকেট হওয়ায় তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামবে কোহলিরা। প্রথমবার উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মার সঙ্গে মাঠে দেখা যাবে শুভমান গিলকে। তিনে ব্যাট করবেন চেতেশ্বর পূজারা। চতুর্থ উইকেটের জুটিতে নামবেন বিরাট কোহলি‌।

এছাড়াও রয়েছেন অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ। দলে আছেন বাঁ’হাতি স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, তার সঙ্গে ভারতের স্পিন অ্যাটাকে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন। পেস ডিপার্টমেন্টে ভারতে ভরসা মোহম্মদ শামী, জসপ্রীত বুমরাহ ও অভিষজ্ঞ পেসার ইশান্ত শর্মা। মোহাম্মদ সিরাজকে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ইশান্তকেই ভরসা করছে ভারতীয় নির্বাচকরা।

ভারতের স্কোয়াড : রোহিত শর্মা, শুভমান গিল, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহম্মদ শামী, জসপ্রীত বুমরাহ ও ইশান্ত শর্মা।

নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ : টম ল্যাথাম (সহ অধিনায়ক), ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, উইল ইয়ঙ, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), কলিন ডি গ্র‍্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com