ভারতে নয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। মহামারী করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ নিয়ন্ত্রণে না আসায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
এর আগে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল আইপিএলের বাকি ম্যাচগুলো আরব আমিরাতেই অনুষ্ঠিত হবে। এ ছাড়া কিছু দিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়ার। এ নিয়ে বোর্ড কর্মকর্তারাও সরেজমিনে গিয়ে অবকাঠামো দেখে এসেছিলেন। ফলে করোনার ঝুঁকি না নিয়ে আমিরাতে সরিয়ে নেয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এ দিকে সৌরভের পাশাপাশি একটি ওয়েবসাইটে বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমলও বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরাতে সরানো হচ্ছে। এখন ‘ডেল্টা ভ্যারিয়ান্টে’র খোঁজ মিলেছে। ফলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা