ভারি বর্ষণে ভূমিধস হয়েছে জাপানে। ভয়াবহ সেই ভূমিধসে কমপক্ষে ২০ জন মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের কি পরিণতি হয়েছে, তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সরকারি টেলিভিশন এনএইচকে শনিবার এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে। ঘটনার পরই জরুরি বৈঠক আহ্বান করেছেন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে এনএইচকে বলেছে, রাজধানী টোকিও থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে শিজুকা অঞ্চলে আতামি শহরে এ ঘটনা ঘটেছে। সেখানে সৃষ্ট ভূমিধস বাড়িঘর ভাসিয়ে নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সময়ের একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে।