ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৪০ জনকে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে, স্থানীয় সময় গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। প্রথমদিকে জানানো হয়েছিলো, সি-১৩০ বিমানটিতে ৮৫ জন আরোহী ছিলেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, এতে ৯২ জন আরোহী ছিলেন।
ফিলিপাইনের সেনাপ্রধান জেনারেল কিরিলিতো সোবেজানা এএফপিকে জানিয়েছেন, বিমানটি সুলু প্রদেশের জোলো দ্বীপের একটি বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, বিমানে থাকা বেশিরভাগ আরোহীই সম্প্রতি সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের একটি যৌথ টাস্ক ফোর্সে কাজ করার জন্য ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।
এ বিষয়ে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লরেনজানা এক বিবৃতিতে জানান, বিমানটিতে ৯২ জন আরোহী ছিলেন। এছাড়া বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে তার পাশে থাকা তিনজন বেসামরিক ব্যক্তিও দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
এদিকে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল এডগার্ড আরেভালো বলেন, বিমানটি হামলা চালানো হয়েছে কিনা এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।