দীর্ঘ এক যুগ পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দুর্দান্ত ইনিংসে ভর করে স্বাগতিকদের বিপক্ষে তিন উইকেটের জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ তে জিতে এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ রোববার জিম্বাবুয়ের হারারেতে টসে জিতে ব্যাট করতে এসে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ করে জিম্বাবুয়ে। জবাবে পাঁচ বল ও তিন উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা। দলের পক্ষে ৯৬ রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান।
এর আগে তরুণ পেসার শরিফুল ইসলামের বিধ্বংসী বোলিং সত্ত্বেও বাংলাদেশের সামনে ৯ উইকেটে ২৪০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে। যদিও বাংলাদেশের লম্বা ব্যাটিং লাইন আপ এবং পিচ কোন সাপেক্ষেই এমন লক্ষ্যমাত্রা কঠিন কিছু ছিলো না।
তবে নিয়মিতো বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আর সেখান থেকেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সাকিব। এক্ষেত্রে তার সহকাপ্তান ছিলেন সাইফুদ্দিন। যিনি ৩৪ বলে অপরাজিত ছিলেন ২৮ রানে।