ফুটবলের ইতিহাসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ ২০০২ সালে এশিয়ার মাটিতে হওয়া বিশ্বকাপও জিতেছিল সেলেসাওরা। তবে সেই দলে ছিলেন না বর্তমান সময়ের সেরা তারকা ফরোয়ার্ড ও ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। যার কারণে নিজ দেশের জার্সিতে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ট্রফি জয়ে স্বপ্ন তো থাকবেই তার। ঘরের মাঠে ২০১৪ সালে ষষ্ঠ বিশ্বকাপ জয়ে স্বপ্ন দেখলেও ইনজুরিতে পড়ে সেই স্বপ্ন মলিন হয় পিএসজির এই তারকার। পরেরবার রাশিয়াতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় তারই ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপের ফ্রান্স। এবার তাই এমবাপের জানিয়ে রাখলেন পরের বিশ্বকাপটা (কাতার) তারই।
বুধবার প্রকাশিত পিএসজি ম্যাগাজিনের প্রচ্ছদে ক্লাব সতীর্থ নেইমারের সঙ্গে জায়গা পেয়েছেন এমবাপে। সেখানে মুখোমুখি সাক্ষাৎকারে নেইমারকে প্রশ্ন করেছিলেন এমবাপে। শুরুতেই নিজেকে সাংবাদিক হিসেবে অপরিপক্ক দাবি করে এমবাপে বলেন, ‘আমি খুব ভালো সাংবাদিক নই, তোমাকে কী জিজ্ঞেস করব নেইমার?’
এরপর নেইমারকে এমবাপে প্রশ্ন করেন, ‘এখনও পর্যন্ত যা কিছু অর্জন করেছ, এরপর তোমার সবচেয়ে বড় স্বপ্ন কী?’ উত্তরে নেইমার বলেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন, পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এবং ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা।’
এরপর এমবাপেকে প্রশ্ন ছুঁড়ে দেন নেইমার, ‘এমবাপে, তোমার জন্য সবচেয়ে বড় স্বপ্ন নিশ্চয়ই চ্যাম্পিয়নস লিগ জেতা, তাই নয়?’ হাসি দিয়ে এমবাপে বলেন, ‘আরেকটা বিশ্বকাপও কেনো নয়?’ এমবাপের কথার প্রেক্ষিতে নেইমার বলেন, ‘না না! পরের বিশ্বকাপ আমার।’