যুক্তরাষ্ট্রের ক্যালিয়োর্নিয়া রাজ্যে দাবানলে শতাধিক বাড়ি পুড়ে গেছে। তিন সপ্তাহ চলতে থাকা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে তৃতীয় বৃহত্তম এই দাবানলে আরো ক্ষতি করতে পারে বলে বৃহস্পতিবার স্থানীয় প্লুমাস কাউন্টির শেরিফের বরাত দিয়ে খবর জানায় মার্কিন সংবাদমাধ্যম।
এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা বৃহস্পতিবার থেকে নিখোঁজ চার ব্যক্তির অনুসন্ধান করছেন।
এদিকে প্লুমাসের ন্যাশনাল ফরেস্ট সুপারভাইজার ক্রিস কার্লটন স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, তাদের কাছাকাছি কোথাও ধোঁয়া দেখা গেলেও তারা যাতে বাড়ি ছাড়ার প্রস্তুতি নেন।
তিনি বলেন, ‘যদি কোনো সতর্ক বার্তা আপনি নাও শুনেন তবুও আপনাকে প্রস্তুতি নিতে হবে।’
এর আগে গত ১৩ জুলাই ক্যালিফোর্নিয়ার ক্রেস্টা বাঁধের কাছে পর্যটন কেন্দ্র ফেদার নদীর গিড়িখাতের সড়ক থেকে দাবানলের সূচনা হয়। ডিক্সি সড়ক নামের পরিচিত এই সড়ক থেকেই ভয়াবহ এই দাবানলটি পরিচিতি পেয়েছে।
সূত্র : সিএনএন