লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বার্সেলোনা। একইসঙ্গে সহ-অধিনায়কের নামও ঘোষণা করেছে স্প্যানিশ জায়ান্টরা। আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ের পর দীর্ঘদিন বার্সার আর্মব্যান্ড পরে মাঠ মাতিয়েছেন মেসি। তার বিদায়ের পর এবার তারই উত্তরসূরী হিসেবে কাতালানদের নেতৃত্ব দেবেন মাঝ মাঠ মাতানো মিডফিল্ডার সার্জিও বুসকেটস।
বার্সেলোনার হয়ে সহ-অধিনায়কের দায়িত্ব সামলানোর দায়িত্বে থাকবেন তিনজন। একই সঙ্গে নয়, একজন একেক সময় সহ-অধিনায়কের ভূমিকায় থাকবেন। তাদের মধ্যে রয়েছেন, জেরার্ড পিকে, সার্জিও রবার্তো এবং জর্দি আলবা।
মেসির সঙ্গে বার্সার লিডারশিপ গ্রুপে ছিলেন সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো। তবে দীর্ঘ ২১ বছর পর ক্লাব থেকে মেসির বিদায়ে এ তালিকায় যুক্ত হলেন জর্দি আলবা। চলতি বছরের ইউরোতে স্পেনের অধিনাকত্বও করেছিলেন এই ডিফেন্ডার।