বিয়ে নিয়ে সবারই আলাদা পরিকল্পনা থাকে। তারকাদের বেলায় ব্যতিক্রম নয়। বলিউড তারকা শ্রুতি হাসান কবে বিয়ে করছেন? এমন প্রশ্ন যখন বলিউডে ঘুরপাক খাচ্ছে, তখন কমল হাসান তনয়া বললেন, ‘আমার মনে হয় না আমি বিয়ে করছি। এটি ২০২১ সাল, এবার আমাদের এসবের বাইরে বেরুনো দরকার। গোটা পৃথিবীতে অনেক বিষয় রয়েছে কথা বলার। তাই এসব আলোচনা ছেড়ে দেওয়া দরকার!’
ভক্তরা অবশ্য আশা করেছিলেন, কোনো নির্দিষ্ট একটা সময়ের কথা বলবেন শ্রুতি। কিন্তু তার এমন জবাবে সবাই অবাকই হয়েছেন বলা যায়। বিয়েতে আগ্রহ না দেখালেও বর্তমানে ডুডল আর্টিস্ট শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম করছেন শ্রুতি। তবে সম্পর্কের বিষয়টি তারা গোপন রাখেননি, প্রকাশ্যেই নিজেদের ছবি নানা সময় শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বলিউডের ১৫ তারকা মিলে তৈরি ‘হম হিন্দুস্তানি’ মিউজিক ভিডিওতে সর্বশেষ দেখা গেছে শ্রুতি হাসানকে। এতে গানও গেয়েছেন তিনি। এ ছাড়া বর্তমানে প্রভাবের বিপরীতে ‘সালার’ সিনেমা নিয়ে ব্যস্ত শ্রুতি।