ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় লড়াই করেও মাত্র ১ উইকেটে হেরেছে পাকিস্তান। জ্যামাইকায় দ্বিতীয় টেস্টেও শুরুতেই চাপের মধ্যে পড়ে যান সফরকারীরা।
২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেন তারা। দ্বিতীয় টেস্টেও হারের মুখ দেখতে যাচ্ছে পাকিস্তান— এমন ভাবনার মধ্যেই দলের ত্রাতা হয়ে ওঠেন ফাওয়াদ আলম।
২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা পরিস্থিতিতে দারুণভাবে সামলে নিয়ে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকালেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
ফাওয়াদকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক বাবর আজম। কিংসটনের সাবিনা পার্কে চতুর্থ উইকেটে ফাওয়াদ আলমকে সঙ্গে নিয়ে অনবদ্য ১৫৮ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান বাবর।
ম্যাচে ১৭৪ বলে ৭৫ রানের ইনিংস খেলে কেমার রোচের বলে হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাবর।
এই নজির গড়ার পথে বাবর-ফাওয়াদ জুটি ছাড়িয়ে গেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে।
এর আগে একই রানে ৩ উইকেট হারানোর দিক থেকে তামিম-সাকিবের জুটিটাই ছিল এতদিন সর্বোচ্চ রানের পার্টনারশিপের নজির।
২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বিনা উইকেটে ১০ রান করা বাংলাদেশ এর পর শূন্য রানের ব্যবধানে হারায় সৌম্য, ইমরুল ও সাব্বিরের উইকেট। এমন কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিং করে বাংলাদেশ দলকে খেলায় ফেরান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তারা গড়েছিলেন ১৫৫ রানের জুটি।
তবে শেষ পর্যন্ত উইকেটে অটল থাকেন ফাওয়াদ। ২১৩ বলে ১৭ চারের মারে ১২৪ রানে অপরাজিত থাকেন তিনি। বাবরের আউটের পর মোহাম্মদ রিজওয়ান (৩১) ও ফাহিম আশরাফ (২৬) কিছুটা সঙ্গ দিলেও বাকিরা আর সেভাবে পারেননি।
৯ উইকেটে ৩০২ পার করলে ইনিংস ডিক্লেয়ার দেন বাবর আজম। ফাওয়াদ নটআউট থেকেই মাঠ ছাড়েন।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ভালো হয়নি। ৩৯ রান করতেই ৩ উইকেট হারিয়েছেন ক্যারিবীয়রা।
অধিনায়ক ব্র্যাথওয়েট মাত্র ৪ রানে এবং কাইরান পাওয়েল ৫ রানে আউট হয়েছেন। দুজনকেই সাজঘরে ফিরিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
রোস্টন চেজকে ১০ রানে ফিরিয়েছেন ফাহিম আশরাফ। এক কথায় ফাওয়াদের সেঞ্চুরি ও পাক পেসারদের দাপটে তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে পাকিস্তান।