কাবুলে সিআইএ এর সর্বশেষ ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। দূর নিয়ন্ত্রিত বিস্ফোরকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই কার্যালয় ধ্বংস করে দেয় আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনী। গত শুক্রবার বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
কাবুল বিমানবন্দরের পাশে অবস্থিত সিআইএ’র এই বেসটি ঈগল ঘাঁটি নামে পরিচিত ছিল। মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার শেষ মুহূর্তে এটি ধ্বংস করে দেওয়া হলো।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই ঘাঁটি উড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে, সেখানকার যাবতীয় সরঞ্জামাদি এবং তথ্য ও দলিল-দস্তাবেজ ধ্বংস করে দেওয়া, যাতে ভবিষ্যতে সেগুলো তালেবানের হাতে না পড়ে। আফগানিস্তানের কাউন্টার টেরোরিজম ফোর্স এবং গোয়েন্দা সংস্থাগুলোকে এই ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হতো বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র।
এদিকে, আফগানিস্তানে সিআইএ’র হয়ে কাজ করা এক সাবেক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘাঁটিতে ব্যতিক্রমধর্মী একটি ইউনিট কাজ করত। গত ২০ বছরে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর শক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে এই ইউনিট।