বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরবের পরকীয়ার অভিযোগ নিয়ে সুর পাল্টালেন স্ত্রী ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ভারত থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত, প্রশ্ন রিজভীর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান

উৎসবমুখর পরিবেশে ব্রুকলীনে বাফস’র পথমেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮১ বার

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশী-আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি-বাফস ও ব্রুকলীনের ৬৬ প্রিসেঙ্কট কমিউনিটি কাউন্সিলের আয়োজনে পথমেলা। এটি ছিলো আয়োজকদের টানা ষষ্ঠবারের মতো আয়োজন। গত ২৯ আগষ্ট রোববার ব্রকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এভিনিউ এলাকায় এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ছিলো সর্বস্তরের প্রবাসী বাংলাশেশী ছাড়াও ভিনদেশীদের ভীড়।
স্থানীয় জনপ্রিতিনিধি, পুলিশ কর্মকর্তা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মেলাটি উপভোগ করেন। দুপুরে রং বে রং এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক ও কমিউনিটি নেতা গিয়াস আহমেদ। এসময় বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, বিশিষ্ট রাজনীতিক আবু তালেব চৌধুরী চান্দু, বাফস’র সভাপতি কাজী আযম, সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক এস এম ফেরদৌস এবং মেলা কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ ও সদস্য সচিব রফিকুল মাওলা, কমিউনিটি অ্যাক্টিভিটিস জাহাঙ্গীর সোহরাওয়ার্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনভর আয়োজিত মেলায় ছিলো হরেক রকমের স্টল, খাবারের দোকান। ছিলো প্রবাসীদের আড্ডা, শুভেচ্ছা বক্তব্য আর সাংস্কৃতিক অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্যে বক্তারা মেলা আয়োজনের প্রশংসা করেন এবং প্রবাসী বাংলাদেশীদের অগ্রগতিতে সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, দিনে দিনে ব্রুকলীন তথা নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি বড় হচ্ছে, মূলধারায় তাদের অংশগ্রহণও আশাব্যঞ্জক।
মেলায় নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বীওম্যান জেনিফার রাজকুমারী, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, এনওয়াইপিডি’র ব্রুকলীন সাউথ জোনের সাবেক প্রধান মি. স্কোল, ক্যাপ্টেন গ্রেনোওয়াটার, ক্যাপ্টেন করীম চৌধুরী, সার্জেন্ট রালফ পোষ্টটিগলিয়ন, কমিউনিটি অ্যাফেয়ার্সের থমাস কোকলা, এনওয়াইপিডি’র অফিসার খন্দকার আব্দুল্লাহ ও রিও মৌ, ব্রুকলীন বরো হলের প্রতিনিধি দিলীপ চৌহান, ডিষ্ট্রিক্ট এটর্নী অফিসের প্রতিনিধি রোপেজ রনজিত, এটর্নী পেরী ডি সিলভার, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক লুৎফুল করীম, জসিম ভূঁইয়া, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আহসান হাবীব প্রমুখ আমন্ত্রিত অতিথি ছিলেন।
দিনব্যাপী আয়োজিত মেলার কর্মকান্ডের মধ্যে ছিলো রকমারী পণ্যের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের কোকিল কন্ঠী শিল্পী বেবী নাজনীন ছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে রানো নেওয়াজ, চন্দন চৌধুরী, শাহরীন সুলতানা, শাহ মাহবুব, কৃষ্ণ তিথি, কামরুজ্জামান বকুল, আলী মাহমুদ, শামীম সিদ্দিকী, খায়রুল বাসার, মোস্তফা অনিক রাজ, তৃনিয়া হাসান, আমান হোসেন এবং এটর্নী মঈন চৌধুরী সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও ছিলো চারুকন্ঠ শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা। মেলার মূল পর্ব সঞ্চালনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com