শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নস লিগ শুরু আজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৩ বার

আজ থেকে শুরু হতে চলেছে এবারের চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। এবারের মৌসুমে ফুটবলভক্তদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে পাগলাটে এক দলবদলের মৌসুম। বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। ঠিকানা বদল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। জুভেন্টাস ছেড়ে পাড়ি জমিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ফুটবলের দুই সেরা তারকার দলবদলে বদলে গেছে ফুটবল দুনিয়ার চিত্র। আজ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। পুরনো দলে ফিরেই জোড়া গোল করে প্রত্যাবর্তনের ম্যাচ রাঙিয়েছিলেন ক্রিস্টিয়ানো। এবার চ্যাম্পিয়নস লিগে অভিষেকের পালা। এই ম্যাচেও নিজেকে মেলে ধরতে চাইবেন রোনালদো।

আজ রোনালদোদের প্রতিপক্ষ ইয়ং বয়েজ। ১৩৪ গোল নিয়ে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বোচ্চ স্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো। ১২০ গোল নিয়ে লিওনেল মেসি তার পরই। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ৮টি হ্যাটট্রিকও করেছেন এ দুজন। তাই ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা শুরুর আগে এ দুজনকে নিয়ে সব সময়ই থাকে বাড়তি আলোচনা। এবার আলোচনা একটু বেশি হওয়ার কারণ, মেসি চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো খেলবেন বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবের (পিএসজির) হয়ে। আর রোনালদো ইউরোপ সেরার মঞ্চে ফিরছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মেসি। পিএসজি যে মেসিকে দলে ভিড়িয়েছে ইউরোপ সেরার শিরোপা জিততে, তাতে সন্দেহ নেই। মেসি দলে আসার আগে গেল ৯ মৌসুমে সাতবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। নেইমার-এমবাপ্পেরা থাকলেও গেল মৌসুমে লিগ রানার্সআপ হয় প্যারিসের দলটি। ২০১৯-২০ মৌসুমে পিএসজি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও হারে বায়ার্ন মিউনিখের কাছে। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে খেলে আসার পর, পিএসজির হয়ে লিগ ম্যাচে মাঠে নামেননি মেসি ও নেইমার। তবে লিগ ম্যাচের জয়ের পর পিএসজি কোচ পচেত্তিনো জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই খেলবেন তারা দুজন। তিনি বলেন, ‘তারা প্যারিসে ফিরেছে শুক্রবার রাতে এবং শনিবার অনুশীলন করেছে। আমি খুশি, কারণ তারা ক্লান্ত হলেও তাদের কোনো শারীরিক সমস্যা নেই। বুধবারের ম্যাচের জন্য তারা দলে থাকবে।’

এদিকে রোনালদো ১২ বছর পর ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্যারিয়ারে পাঁচ চ্যাম্পিয়নস লিগের প্রথমটি রোনালদো জিতেছিলেন ম্যানইউর হয়েই। রেড ডেভিলদেরও সবশেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপা সেটিই। ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় অভিষেকের দিনই জোড়া গোল ৩৬ বছরের রোনালদো করে জানান দিয়েছেন গোল করার ক্ষুধাটা একটুও কমেনি তার। রোনালদো কি পারবে আবারও ম্যানউইকে ইউরোপসেরা করতে? নাকি মেসি প্রথমবারের মতো জেতাবেন পিএসজিকে?

উত্তর জানার জন্য নিয়মিত চোখ রাখতে হবে চ্যাম্পিয়নস লিগে। আজ রোনালদোর চ্যাম্পিয়নস লিগের অভিযান শুরু হলেও মেসির পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগের অভিষেক হবে আগামীকাল। আজ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও মাঠে নামবে মেসিবিহীন বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে তারা। শুরুতেই কঠিন পরীক্ষা দিয়ে যাত্রা শুরু করতে হচ্ছে স্প্যানিশ জায়ান্টদের। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন জুভেন্টাসের আজ প্রতিপক্ষ মালমো। ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট চেলসির বিপক্ষে মাঠে নামবে জেনিথ সেইন্ট পিটার্সবার্গ। রোনালদো যেমন ইউনাইটেডে ফিরেছেন তেমনই চেলসিতে ফিরেছেন রোমেলু লুকাকু। চেলসির হয়ে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন এই বেলজিয়ান তারকা। আজ চেলসির হয়ে শুরুতে নিজেকে মেলে ধরতে চাইবেন লুকাকুও। সব মিলিয়ে আজ চ্যাম্পিয় লিগে রোমাঞ্চকর এক রাতই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com